কাশ্মীরে অপহৃত পুলিশ কর্মীদের পরিবারের ৯ সদস্য, প্রশাসনের মধ্যে চাঞ্চল্য

জঙ্গি দমনে কাশ্মীরজুড়ে সেনা-পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেই, একাধিক পুলিশ কর্মীর পরিবারের সদস্যকে অপহরণের অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, অনন্তনাগ, কুলগাম জেলায় ছয় পুলিশকর্মীর বাড়িতে হানা দিয়ে তাঁদের পরিবারের মোট ৯ জন সদস্যকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা। মনে করা হচ্ছে প্রশাসনের উপর পাল্টা চাপ বাড়াতেই এই কাজ করেছে আতঙ্কবাদীরা। এর আগে বৃহস্পতিবারই পুলওয়ামা থেকে এক পুলিশকর্মীকে অপহরণ করেছিল জঙ্গিরা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। বুধবার ত্রাল থেকে এক পুলিশকর্মীর ছেলেকেও অপহরণ করে জঙ্গিরা। গত দু’দিনে মোট ১১ জনকে অপহরণ করা হয়েছে, প্রত্যেকেই হয় পুলিশ কর্মী, নয়তো তাঁদের পরিবারের সদস্য।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমরা আব্দুল্লা। পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধার করার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। গত ২৮ বছরের মধ্যে এই প্রথম পুলিশকর্মীদের পরিবারকে আক্রমণের লক্ষ্য হিসাবে জঙ্গিরা ব্যবহার করল। কিছুদিন আগেই এক পুলিশ কর্মীকে নৃশংভাবে খুনের অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে। মেহবুবা মুফতি সরকারের ওপর থেকে বিজেপির সমর্থন প্রত্যাহারের পর থেকেই লাগাতার কাশ্মীরে হিংসা চলছে। সম্প্রতি জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা অফিসারেরও মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হয়েছে একাধিক জঙ্গিরও। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই পুলিশ কর্মীদের পরিবারের মোট ৯ সদস্যকে অপহরণের ঘটনা প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপহৃতদের উদ্ধারের জন্য শ্রীনগরসহ আশপাশের এলাকার শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Comments are closed.