আরবান নকশালদের সমর্থন করছে কংগ্রেস, অভিযোগ প্রধানমন্ত্রীর

মাওবাদী ইস্যুতে এবার সরাসরি কংগ্রেসের দিকে আঙুল তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারভারা রাওসহ সমাজকর্মীদের গ্রেফতারের সময় বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, শহরের বহু মানুষ মাওবাদীদের প্রতি শুধু সহানুভূতিশীলই নন, তাঁরা সাহায্য করছেন মাওবাদীদের। শুক্রবার, ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অন্যতম মাওবাদী প্রভাবিত জেলা বলে পরিচিত বস্তারের জগদলপুরে এক নির্বাচনী জনসভায় এই আরবান নকশাল প্রসঙ্গ তুলে প্রধানন্ত্রী বলেন, এই আরবান মাওয়িস্টরা এসি লাগানো ঘরে থাকেন, বিদেশে পড়াশোনা করেন, বিলাসবহুল গাড়ি চড়েন আর মাওবাদীদের সমর্থন দিয়ে দেশে অরাজকতা তৈরি করতে চান। তাঁর প্রশ্ন, কংগ্রেস কেন এঁদের সমর্থন করছে? যদিও কংগ্রেসের দাবি, বিজেপি বিরোধী কথা বললেই এখন সবাই দেশ বিরোধী হয়ে যায় বা মাওবাদীদের সমর্থক হয়ে যায় বলে বিজেপি নেতারা মনে করেন। আসলে সমালোচনা সহ্য করতে না পেরেই এই সব বলছেন মোদী।
আগামী ১২ ও ২০ নভেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ে। তার আগে বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখন ছত্তিশগড়ে ভোট প্রচারে ব্যস্ত। এদিন রাহুল গান্ধীও ছত্তিশগড়ে একাধিক জনসভায় যোগ দেন। রাহুল প্রচারে ঋণখেলাপি শিল্পপতিদের দেশ ছেড়ে বিদেশে পালানো নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন। নীরব মোদী, বিজয় মালিয়াদের নাম করে কংগ্রেস সভাপতি বলেন, সরকার এঁদের পালানোর সুযোগ করে দিয়েছে।

Comments are closed.