স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য লিক! প্রকাশ আন্তর্জাতিক পোর্টালে

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বুধবার এক মিডিয়া রিপোর্টের ভিত্তিতে জানা যায়, কোনও পাসওয়ার্ড ছাড়াই খোলা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্ভার। দেশজুড়ে প্রায় ৪২ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্কে। দেশের সবচেয়ে বড় রাষ্টায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য এভাবে অসুরক্ষিতভাবে পড়ে থাকায় প্রশ্ন উঠছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে। এই খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পোর্টাল TechCrunch এ।
TechCrunch এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের ডেটা সেন্টারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট কোনও পাসওয়ার্ড ছাড়াই খোলা পড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির মিসড কল ব্যাঙ্কিং এর তথ্যও। এসবিআই ক্যুইক পরিষেবা ব্যবহার করে খুব সহজেই অ্যাকাউন্টের তথ্য জানা যায়। এই পরিষেবা ব্যবহার করে ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট জানা যায়। এছাড়া নতুন চেক বই-এর জন্য আবেদন করা যায়। কোনও পাসওয়ার্ড ছাড়া পড়ে থাকা এই ডেটা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। গ্রাহকের মোবাইল নম্বর, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট ব্যালেন্সের মতো সংবেদনশীল তথ্য অতি সহজেই হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এসবিআই ক্যুইক সার্ভিসের মাধ্যমে কোনও গ্রাহককে মেসেজিং-এর মাধ্যমে দ্রুত যে তথ্য পাঠানোর সুবিধা দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, তাও নিরাপদ নয় বলে দাবি করা হয়েছে TechCrunch এর ওই রিপোর্ট।
যদিও, এবিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Comments are closed.