কলকাতার ১১৭ নম্বর ওয়ার্ডে ৬৫ শতাংশ ভোট পেয়ে জিতল তৃণমূল, বিজেপির ভোট কমল ৯ শতাংশ

কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে প্রত্যাশামতোই জিতল তৃণমূল কংগ্রেস। সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যে ধাক্কা খেয়েছে তার প্রভাব পড়ল এই শহরের পুর উপনির্বাচনেও। উপনির্বাচনে দু’নম্বরে থাকলেও, গত পুরভোটের তুলনায় বিজেপির ভোট কমল প্রায় ৯ শতাংশ। ২০১৫ সালের পুরসভা ভোটের তুলনায় প্রায় ১৮ শতাংশ ভোট বাড়িয়ে তৃণমূল কংগ্রেস সাড়ে ৫ হাজার ভোটে হারাল বিজেপিকে।
১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ছিলেন অমিত সিংহ। তিনি পেয়েছেন ৬৫ শতাংশেরও বেশি ভোট। গত ২০১৫ সালের পুরসভা ভোটে এই ওয়ার্ডে তৃণমূল পেয়েছিল ৪৬ শতাংশ ভোট। অন্যদিকে, গত পুরভোটে বিজেপি পেয়েছিল ২৯ শতাংশ ভোট। এবার তা কমে ২০ শতাংশ হয়েছে। এক হাজারের সামান্য বেশি ভোট পেয়েছে বামেরা।

Comments are closed.