মনোনয়ন পেশ রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার, ছিলেন রাহুল গান্ধী, শরদ পাওয়ার, অভিষেক ব্যানার্জি

মনোনয়ন পেশ করলেন বিরোধিদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। সোমবার মনোনয়ন পেশ করার সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি ও জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ।

এছাড়াও ছিলেন আরএলডি নেতা জয়ন্ত সিংহ, টিআরএস নেতা কেটি রামা রাও, ডিএমকে নেতা এ রাজা। তবে, দুই বিরোধী দল আম আদমি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মনোনয়ন পেশের সময় তাঁদের প্রতিনিধিদের পাঠায়নি। দুটি বড় অ-বিজেপি দল মায়াবতীর বিএসপি এবং ওড়িশায় বিজেডি ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছে৷ শুক্রবার এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু মনোনয়ন পেশ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচিত হলে দ্রৌপদী মুর্মু হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।
যশবন্ত সিনহা জানিয়েছেন, দ্রৌপদী মুর্মুর সঙ্গে আমার কোনও সংঘাত নেই। এই নির্বাচন হল ভারতের সংবিধান রক্ষা করার লড়াই। যিনি রাষ্ট্রপতি হবেন, তিনিই এই কাজে ব্রতী হবেন।

Comments are closed.