৮ বছরে অ্যাপ বানিয়ে, ১১ বছরে কম্পিউটার প্রোগ্রামিংয়ে বই লিখে গোটা বিশ্বকে চমক বাংলার বালকের

কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর একটি বই লিখে তাক লাগিয়ে দিলেন বাংলার এক খুদে। মাত্র ৮ বছর বয়সে সে তৈরি করে ফেলেছে অ্যাপ। শুনতে অবাক লাগলেও আলিপুরদুয়ারের বাসিন্দা অনুব্রত সরকার নামের ওই বালক মাত্র ৮ বছর বয়সেই অ্যাপ তৈরি করেছে। ১১ বছরে লিখেছে কম্পিউটারে প্রোগ্রামিংয়ের বই। তার লেখা কম্পিউটার প্রোগ্রামিংয়ের বইয়ের নাম ‘কোড ওয়ার্ল্ড’। ১০৬ পাতার এই বইটি খ্যাতি পেয়েছে বিশ্বজুড়ে।

বিশ্বের ১২ টি দেশে বিক্রি হয়েছে এই বই। যার মধ্যে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। গত ১০ই জুন গুগল কর্তা সুন্দর পিচাইয়ের জন্মদিনে তাঁকে নিজের এই বই উপহার হিসেবে তুলে দিয়েছে ছোট্ট অনুব্রত।

শিক্ষক বাবা মায়ের সন্তান অনুব্রত ছোট থেকেই অংক আর কম্পিউটারে তুখর। অনুব্রতর বাবা আলিপুরদুয়ারের জিৎপুর হাইস্কুলের শিক্ষক। আর মা শান্তা ভট্টাচার্য নিউটাউন বালিকা শিক্ষামন্দির স্কুলের শিক্ষিকতা করেন। বাবা কৌশিক সরকার ও মা শান্তা সরকার জানিয়েছেন, মাত্র ৮ বছর বয়সে প্রথম অ্যাপ বানায় সে। এরপর ৬ টি অ্যাপ বানিয়ে ফেলেছে। ২০২০ সালে তার তৈরি ছয়টি অ্যাপ জায়গা পেয়েছে গুগল প্লে স্টোরে। মাত্র পাঁচ বছর বয়সে কম্পিউটার চালাতে শিখে যায় সে। ক্লাস থ্রিতেই রিজওনিং, কোডিং ও ডিকোডিং শিখে ফেলে।

ইতিমধ্যেই দেশের সবকটি অলিম্পিয়াডে অংশ নিয়েছে অনুব্রত। সিলভার জোন অলিম্পিয়াডে ট্যালেন্ট হান্টে সোনার পদক বাংলার ঘরে এনেছে অনুব্রত। ভবিষ্যতে রোবটিক্স নিয়ে পড়াশোনা করতে চায় অনুব্রত।

Comments are closed.