মাদার হাউজের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি, প্রতিবাদে ট্যুইট মুখ্যমন্ত্রীর 

বড়দিনের আবহে মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অব চ্যারটিজের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে ইতিমধ্যেই নানান মহলে চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংস্থার তরফে সাংবাদিকদের জানানো হয়, বিষয়টি তাঁরা জানেন।  তবে এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননা। কেন এই পদক্ষেপ ইডির তরফেও তা খোলসা করে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই মুহূর্তে মাদার হাউজের সমস্ত লেনদেন বন্ধ রাখতে হবে। 

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পরে ইডির পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ট্যুইটে  সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ট্যুইটে লেখেন, মাদার টেরিজার  মিশনারিজ অব চ্যারটিজের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্রীয় সরকার। বড়দিনের আবহে কেন্দ্রের এই পদক্ষেপে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি।  

 ট্যুইটের পরের অংশে তিনি দাবি করেন, এই পদক্ষেপের জেরে ২২ হাজার রুগী এবং কর্মচারীরা দুর্ভোগের মুখে পড়বে। 

উল্লেখ, ১৯৫০ সালে কলকাতায় মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন। কলকাতা সহ ভারত এবং দেশের বাইরেও এই সংস্থার একাধিক শাখা রয়েছে। বর্তমানে ভারতে সংস্থার ২৪৩ টি হোম রয়েছে।    

Comments are closed.