এবার শহরে অ্যাপ অ্যাম্বুল্যান্স, নতুন বছর থেকে শুরু পরিষেবা 

রুগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অথচ হাজার চেষ্টা করেও  অ্যাম্বুল্যান্স পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও  অ্যাম্বুল্যান্স পৌঁছতে পৌঁছতে সময় পেরিয়ে যাচ্ছে। রুগীর পরিবার মাঝে মাঝেই এমন অভিযোগ করে থাকে। এবার সে সব সমস্যা দূর করতেই অ্যাপের মাধ্যমে  অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করেছে এক বেসরকারি সংস্থা। অ্যাপ ক্যাবের মতোই এবার নির্দিষ্ট অ্যাপে গিয়ে  অ্যাম্বুল্যান্স বুক করতে পারবেন রুগীর পরিবারের লোকেরা। 

সংস্থার মালিক জানান গুগুল প্লেস্টোরে গিয়ে Ok Ambulance নামে একটি অ্যাপ ডাউলোড করতে হবে। তারপর সেই অ্যাপ গিয়েই প্রয়োজন অনুযায়ী  অ্যাম্বুল্যান্স বুক করা যাবে। এছাড়াও (1800360000860) নাম্বারে ফোন করেও পরিষেবাও মিলবে। সেই সঙ্গে ওই সংস্থার কর্ণধার আরও জানিয়েছেন, গ্রাহকদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিশেষ ছাড় মিলবে। 

নতুন বছর থেকে এই পরুষেবা পাবে শহরবাসী। বর্তমানে শুধু কলকাতার জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে। ধীরে ধীরে বাকি জেলাতেই শুরু হবে অ্যাপের মাধ্যমে  অ্যাম্বুল্যান্স বুকিং। 

Comments are closed.