পিএম উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন দেড় কোটি মহিলা

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে দেড় কোটির বেশি গ্রাহকদের। দোল উপলক্ষ্যে উত্তরপ্রদেশ সরকার দেড় কোটির বেশি নাগরিকদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে। পিএম উজ্জ্বলা যোজনায় দেশের দারিদ্রসীমার নীচে থাকা মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেয় কেন্দ্র। এবার সেই সুবিধাই পাবেন দেড় কোটি নাগরিক।

দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ। সেই খুশিতে হোলিতে দারিদ্রসীমার নীচে বসবাসকারী দেড় কোটি মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। এই সিলিন্ডার পিএম উজ্জ্বলা যোজনার অধীনে এই গ্যাস সিলিন্ডার দেওয়া হবে জানিয়েছিলেন যোগী। এতে রাজ্য সরকারের খরচ হচ্ছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এখন উত্তরপ্রদেশে পিএম উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পান প্রায় ১.৬৫ কোটি মহিলা।

Comments are closed.