কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান হবে ১২ থেকে ১৬ সপ্তাহ, জানিয়ে দিল কেন্দ্র

এই নিয়ে গত ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কোভিশিল্ডের ডোজের মাঝে সময়ের ব্যবধান বাড়ানো হল

কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা যেতে পারে। ব্যবধান আগে ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। বৃহস্পতিবার কেন্দ্রের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

যদিও কোভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান একই থাকছে। ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের ক্ষেত্রে দুটি ডোজের ব্যবধান ৪ থেকে ৬ সপ্তাহ থাকছে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনে এই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল কোভিড ওয়ার্কিং কমিটি। সেই সমীক্ষার পরেই কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র সরকার।

এই বিষয়ে নীতি আয়োগের এক সদস্য জানিয়েছেন, এই নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) র সঙ্গেও আলোচনা চালানো হয়েছিল।

এই নিয়ে গত ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কোভিশিল্ডের ডোজের মাঝে সময়ের ব্যবধান বাড়ানো হল। এর আগে মার্চ মাসে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান রাখতে হত ২৮ দিন। এরপর জানা যায় ভালো ফলের জন্য ডোজের ব্যবধান বাড়ানো হবে ৬ থেকে ৮ সপ্তাহ। বৃহস্পতিবার কেন্দ্র সরকার তা ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাবে সায় দেয়।

কংগ্রেস নেতা জয়রাম প্রকাশ টুইটে লিখেছেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে ডোজ নেই। সেই কারণে বারবার দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হচ্ছে।

দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগিত জানিয়েছেন দেশের চিকিৎসকদের একাংশ।

Comments are closed.