ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি গৃহবন্দি, শ্রীনগরে ১৪৪ ধারা জারি, আরও সেনা মোতায়েন করছে কেন্দ্র

গত কয়েকদিন ধরেই কাশ্মীরে আধা সেনা মোতায়েন করছিল কেন্দ্র। শুক্রবারই প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন সিদ্ধান্ত ঘোষণা করে অমরনাথ যাত্রা বাতিল করা হয়। দ্রুত অমরনাথ যাত্রী এবং পর্যটকদের কাশ্মীর ছাড়তে বলে প্রশাসন। এই পরিস্থিতির মধ্যেই রবিবার রাতে কাশ্মীরের অন্যতম তিন রাজনৈতিক নেতা ওমর আবদুল্লা, মেহবুবাব মুফতি এবং সাজাদ লোনকে গৃহবন্দি করা হ ল।
শ্রীনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বন্ধ ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা। যে কোনও মিছিল, মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এরই মধ্যে কাশ্মীরের শ্রীনগরে আরও সেনা মোতায়েন করছে কেন্দ্র। যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা শ্রীনগরে।

Comments are closed.