ঘাসফুল শিবিরের বাইরে লাইনে আরও ২০-২৫ জন বিজেপি বিধায়ক, দাবি অভিষেক, মুকুলের

গত এক সপ্তাহের মধ্যে বিজেপির ৩ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। লাইনে আছেন আরও ২০ থেকে ২৫ জন বিজেপি বিধায়ক। এমনই জোড়ালো দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অন্যদিকে একই দাবি তুলেছেন তৃণমুল নেতা মুকুল রায়।

সোমবার দিল্লিতে ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক ব্যানার্জি দাবি করেন, ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে আছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য। সেইসব বিজেপি বিধায়করা দলে এলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে নতুন করে ভোটে জিতে আসবেন বলে দাবি করেন অভিষেক।

অন্যদিকে সোমবার মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান কান্দি পুরসভার ২ বিদায়ী কাউন্সিলর ও বিজেপি নেতা দেবজ্যোতি রায় ও তাঁর স্ত্রী শান্তনা রায়।

২০১৫ সালের পুরসভার ভোটে মুর্শিদাবাদের কান্দি থেকে নির্দল কাউন্সিলর হন দেবজ্যোতি রায় ও শান্তনা রায়। এরপর ২০১৮ সালে তাঁরা যোগ দেন কংগ্রেসে। উনিশের লোকসভা নির্বাচনের পর দেবজ্যোতি রায় সস্ত্রীক যোগ দেন সিপিআইতে। গতবছর ডিসেম্বরে মুকুল রায়ের হাত ধরে যোগ দেন বিজেপিতে। কিন্তু মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন এই দুই বিজেপি নেতা।
এই বিষয়ে মুকুল রায়ের দাবি, আরও অনেক জন তৃণমূলে যোগদানের জন্য লাইন দিয়ে আছেন। এর মধ্যে ২০, ২২, ২৪ জন তো আছেনই।

প্রসঙ্গত, এক সপ্তাহে দল ছেড়েছেন ৩ বিজেপি বিধায়ক। সোমবার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, মঙ্গলবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়েছেন।

Comments are closed.