হাওড়া ডিভিশনে দু’সপ্তাহের জন্য বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন; জানুন বিস্তারিত

রেল লাইন কাজের জের, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন। ফের দুর্ভোগের মুখে পড়বে যাত্রীরা। রেল সূত্রে খবর, শনিবার থেকে টানা দু’সপ্তাহ হাওড়া ডিভিশনে প্রতিদিন ২০টি করে দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারাইয়ের মাঝে থার্ড লাইনের কাজ হবে। যে কারণে টানা এতদিন ট্রেন বাতিল থাকবে। 

হাওড়ার ডিআরএম-এর তরফে জানানো হয়েছে, চাতরা থেকে মুরারাই থার্ড লাইনের কাজ শেষ হয়ে গেলে পরিষেবা আরও উন্নত হবে। অতিরিক্ত লাইনে পরিষেবা শুরু হলে ট্রেনের গতি আরও বাড়বে। যাত্রার সময়ও কমে যেতে পারে। সব মিলিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বেড়ে যাবে। 

আপ-ডাউন মিলিয়ে যে ১০ জোড়া ট্রেন বাতিল হয়েছে সেগুলো হল, হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, সাহেবগঞ্জ-রামুপুরহাট এক্সপ্রেস স্পেশাল, আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, রামপুরহাট-আজিমগঞ্জ মেমু স্পেশাল, রামুপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার এবং রমপুরহাট-বারহারোয়া প্যাসেঞ্জার স্পেশাল। 

Comments are closed.