শহরে সিরাজের আমলের কামান; মাটি খুঁড়তে উঠে এল আড়াইশো বছরের ইতিহাস 

কলকাতার বয়েস কত? কেউ বলেন সাড়ে তিনশো বছর, কেউ বলেন আরও বেশি। বয়েস যাই হোক, বিশ্বের যেকোনও প্রাচীন শহরের মতোই তিলত্তমাকেও আষ্টেপিষ্টে জড়িয়ে রয়েছে ইতিহাস। আর মাঝে মধ্যেই কালের গন্ডি পেরিয়ে বর্তমানে এসে হাজির হয় সেই ইতিহাস। বুধবারই সেরকমই এক ঘটনার স্বাক্ষী থাকল তিলত্তমা। দমদম সেন্ট্রাল জেলের মোড়ের কাছে দুটি অতিকায় কামান মিলেছে। সেগুলিকে মাটির তোলা থেকে তুলে সংগ্রশালায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। 

রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল ও অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের উদ্যোগে এই কামান দুটি উদ্ধারের কাজ চলছে। তাঁর সঙ্গে রয়েছেন কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন। তিনি জানান, প্রাথমিকভাবে যেটুকু মনে করা হচ্ছে কামান দুটি নবাব সিরাজদৌল্লার আমলের। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিপ্লব চৌধুরী বলেন, কামান দুটি পুরোপুরো তোলা গেলে বোঝা যাবে, সম্ভবত এটি শহরের মধ্যে পাওয়া বৃহত্তম কামান হতে চলছে। যা নিঃসন্দেহে শহরের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। 

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই যশোর রোডের মোড়ে কামান দুটির অংশ সামনের অংশটি মাটির ওপরে দেখা যেত। কামানদুটি কতখানি গভীরে রয়েছে, তা নিয়ে ইতিহাস প্রেমীদের মধ্যে একটা কৌতহল ছিলই। বিপ্লব রায়ই কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুনকে সঙ্গে নিয়ে কামান উদ্ধারের কাজ শুরু করেন। বুধবার সকাল থেকেই মটি খোঁড়াখুড়ির কাজ শুরু হয়েছে। পুরো এলাকাটা দমদম থানার পুলিশ ঘিরে রেখেছে।  

Comments are closed.