কোভিড বিধি না মেনে প্রচার, তিন প্রার্থীকে শোকজ করল কমিশন

কোভিড বিধি মেনে প্রচার করেননি। তাই পুরভোটের আগে তিন প্রার্থীকে শোকজ করল কমিশন। মঙ্গলবার আরও কিছু নির্দেশিকা জারি করেছে কমিশন। সেখানে বলা হয়েছে, তারস্বরে মাইক বাজানো যাবে না। ফেস্টুং ও প্ল্যাকার্ডের মাধ্যমেই প্রচারে জোর দিতে হবে। প্লাস্টিক ব্যবহার কমাতে হবে প্রচারের হোর্ডিং কিংবা ব্যানারের ক্ষেত্রে।

আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে আগামী ২২ জানুয়ারি পুরভোট। অন্যদিকে রাজ্যজুড়ে করোনার গ্রাফ ঊর্ধমুখী। তাই কিছু নির্দেশিকা আগেই জারি করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল কোনও দলের প্রার্থী পাঁচজনের বেশি নিয়ে প্রচার করতে পারবেন না। বড় জনসভা করা যাবে না। ভার্চুয়ালে বা অনলাইনে করতে হবে প্রচার। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু বেশকিছুদিন ধরেই দেখা যাচ্ছে নিয়ম মানছেন না প্রার্থীরা। চন্দননগরে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ পুরভোটের প্রার্থীর জন্য বিশাল মিছিল করে। যার জন্য গ্রেফতার হন ওই প্রার্থী সহ বিজেপি বিধায়ক।

কিছুদিন ধরে আসানসোলে করোনা বিধি উড়িয়েই পুরভোটের প্রচার করছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবারও দিলীপ ঘোষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ।

Comments are closed.