রুদ্ধশ্বাস কয়েক ঘণ্টা, শিশু ফিরল মায়ের কোলে!

শুক্রবার সকালে এলগিন রোডের ফুটপাথে শিশুটিকে কোলে নিয়ে বসে ছিলেন এক ব্যক্তি

শুক্রবার এলগিন রোডে উদ্ধার হওয়া শিশুটি অবশেষে মায়ের কোল ফিরে পেল।

শুক্রবার বিকেলে ভবানীপুর থানার পুলিশ এবং ৭০ নম্বর ওয়ার্ডের কোর্ডিনেটরের উপস্থিতিতে শিশুটিকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়।

সংবাদমাধ্যমে খবর দেখে শিশুটির মা এবং দাদু থানায় যোগাযোগ করেন এবং অবশেষে বাচ্চাটিকে ফিরে পান তাঁরা।

শুক্রবার সকালে এলগিন রোডের ফুটপাথে শিশুটিকে কোলে নিয়ে বসে ছিলেন এক ব্যক্তি। তিনি পথচলতি মানুষকে আবেদন করছিলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য। ওই ব্যক্তির কথায় অসঙ্গতি ছিল। নিজের নাম, ঠিকানাও বলতে পারছিলেন না। এই অবস্থায় স্থানীয় ওয়ার্ড কো অর্ডিনেটরকে এবং থানায় খবর দেন এলাকার লোকজন। খবর পেয়ে ছুটে আসেন ৭০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর অসীম বসু। তাঁর স্ত্রী শিশুটিকে নিজের কাছে রাখেন। ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার কথা সংবাদমাধ্যমে জানার পর শিশুর পরিবার ভবানীপুর থানায় যোগাযোগ করেন। বাচ্চাটির পরিবার সূত্রে খবর, শিশুটির বাবা কাঁকুড়গাছির বাসিন্দা, একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পরিবারের দাবি, ওই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারপরেই তিন মাসের সন্তানকে নিয়ে গাড়ি নিয়ে উদ্ভ্রান্তের মত বাড়ি থেকে বেরিয়ে যান।

Comments are closed.