চার জেলার মহিলারা অক্টোবর মাসের পর লক্ষ্মীর ভাণ্ডারে দুমাসের টাকা একসঙ্গে পাবেন, ঘোষণা মমতার  

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপনির্বাচন আছে। তাই সেই জেলাগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হবে। আর এই চার জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের টাকা একসঙ্গে ঢুকবে। মমতার কথায় এই চার জেলার মানুষ মন খারাপ করবেন না। উপনির্বাচন হয়ে গেলেই এই টাকা পেয়ে যাবেন।

নির্বাচন কমিশন ৩০ অক্টোবর অর্থাৎ পুজোর পর শান্তিপুর, গোসাবা, দিনহাটা এবং খড়দা এই চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। তাই নির্বাচনী নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে জানা গেছে।

এছাড়াও প্রতি বছরের মতন এই বছরও পুজো ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। পুজোয় সকলকে কোভিড বিধি মেনে চলার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক পরুন।

Comments are closed.