৪ পুরসভার ভোট ঘোষণা কমিশনের, জট কাটাল না হাওড়ার 

২২ জানুয়ারিই হচ্ছে রাজ্যের দ্বিতীয় দফার পুরভোট। সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, বিধাননগর, আসানসোল, চন্দননগর  শিলিগুড়ি এই চার পুরসভায় ভোট হবে আগামী ২২ জানুয়ারি। ফল ঘোষণা ২৫ জানুয়ারি। 

মঙ্গলবার থেকে প্রার্থীরা মনোয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি এবং মনোয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ তারিখ। নির্বাচন কমিশনার আরও জানান, কলকাতার মতোই প্রতিটি বুধে সিসিটিভি থাকবে। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি ভোটের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক এবং পুলিশ কমিশনারদের সঙ্গে। চার পুসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, তা ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও যদি কোনও বুথে পুনর্নির্বাচন হয়, তাহলে ২৪ জানুয়ারি তা হবে। 

৪ পুরসভার ভোট ঘোষণা হলেও হাওড়া নিয়ে জটিলতা থেকে গেল। হাওড়ার ভোট নিয়ে এদিন কিছু জানায়নি কমিশন। কমিশনার সৌরভ দাস বলেন, হাওড়া নিয়ে এখনও রাজ্যের তরফে কমিশনকে কিছু জানানো হয়নি। রাজ্য যদি সোমবারই জানিয়ে দেয়, তাহলে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ভোট ঘোষণা করতে প্রস্তুত কমিশন। 

Comments are closed.