দময়ন্তী সেনের নজরদারিতেই মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী ধর্ষণ মামলায় তদন্ত চলবে, নির্দেশ হাইকোর্টের

কলকাতা পুলিশের স্পেশাল সিপি দময়ন্তী সেনের নজরদারিতে চলবে মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা ও বাঁশদ্রোণী ধর্ষণ মামলায় তদন্ত। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে।

মঙ্গলবার এই মামলায় কেন বারবার একই ধরণের ঘটনা ঘটেছে? বলে রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। অন্যদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, এই ধরনের ঘটনায় তিনি বাকরুদ্ধ। আগে এই ধরণের ঘটনা উত্তরপ্রদেশ, দিল্লিতে হত, এখন এখানে হচ্ছে। তিনি এও,  জানান, এই চার ধর্ষণ মামলায় উপযুক্ত পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ।

এর আগেও তিনি একাধিক মামলায় নিরপেক্ষ ভাবে তদন্ত করেছেন দময়ন্তী সেন। পার্কস্ট্রিট ধর্ষণ মামলাতেও তদন্ত করেছিলেন তিনি। এবার সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া এই চারটি ধর্ষণ মামলার তদন্ত করবে দময়ন্তী সেন।

 

Comments are closed.