হাওড়া থেকে ছাড়বে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস; গন্তব্যগুলোর নাম জানেন তো? 

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে ভ্রমনপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই দেশের কয়েকটি রুটে এই ট্রেন চলা শুরুও করেছে। এবার বাংলার জন্যও সুখবর। হাওড়া স্টেশন থেকেই পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। হাওড়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যাবে এই দ্রুততম ট্রেনে চড়ে। এমনটাই জানা যাচ্ছে। 

রেল মন্ত্রক সূত্রে খবর, হাওড়া থেকে অন্তত পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। রুটগুলো হল, হাওড়া-রাঁচি, হাওড়া-ঝড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা এবং হাওড়া অথবা শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি। বাংলার ভ্রমণপ্রেমীরা এই পাঁচটি জায়গাতেই বছরের বিভিন্ন সময় ভিড় করেন। স্বাভাবিকভাবে এই পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে পর্যটকদেরও সুবিধা তো হবেই। দেশের পর্যটন শিল্পও প্রভাবিত হবে। 

প্রসঙ্গত প্রায় তিন বছর আগে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী ও দিল্লির মধ্যে প্রথম যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাট বিধানসভা ভোটের মুখেও সম্প্রতি আমদাবাদ থেকে মুম্বই সেন্ট্রাল এবং হিমাচলের অম্ব অন্দৌরা থেকে দিল্লি দুই রুটে বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে। 

Comments are closed.