তৃতীয় দফায় ৬ এপ্রিল, মঙ্গলবার ভোট হবে ৩১টি কেন্দ্রে। ভোটগ্রহণ হবে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে।
হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল কেন্দ্রে ভোটগ্রহণ।
একনজরে দেখে নেব ১৬ আর ১৯’ এর ফল কী ছিল?
জাঙ্গিপাড়ায় কেন্দ্রে ২০১৬ সালে জয়ী হন তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী। ২০১৯ সালে এখানে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দু’বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার। এছাড়াও রয়েছেন আইএসএফ প্রার্থী সেখ মইনুদ্দিন।
২০১৬ সালে হরিপাল আসনে জেতেন তৃণমূলের বেচারাম মান্না। ২০১৯ সালে এই কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
বিধানসভায় তৃণমূল প্রার্থী করেছে বেচারাম মান্নার স্ত্রী করবীকে। বিজেপি প্রার্থী সমীরণ মিত্র। আইএসএফ প্রার্থী করেছে শিমূল সোরেনকে।
ধনেখালি বিধানসভায় ২০১৬ সালে তৃণমূলের অসীমা পাত্র জয়ী হন। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ১২ হাজার ভোটে এগিয়ে আছে তৃণমূল।
এখানে এবার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। তৃণমূলের অসীমা পাত্র আর কংগ্রেসের অনির্বাণ সাহা।
তারকেশ্বর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের রচপাল সিংহ। ২০১৯ সালে এই কেন্দ্রে ৫ হাজার ভোটে লিড করছে তৃণমূল।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। তৃণমূলের রমেন্দু সিংহ রায় আর সিপিএম প্রার্থী সুরজিৎ ঘোষ।
পুরশুড়ায় ২০১৬ সালে জয়ী হয়েছিলেন তৃণমূলের নুরুজ্জামান। ২০১৯ এর লোকসভা ভোটে ৩০ হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। কংগ্রেসের টিকিটে লড়ছেন মনিকা মল্লিক ঘোষ। বিজেপি প্রার্থী বিমান ঘোষ।
২০১৬ সালে আরামবাগ কেন্দ্রে জেতেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। ২০১৯ সালে লোকসভায় ৪ হাজার ভোটের লিড আছে তৃণমূলের।
একুশের ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াইয়ে নেমেছেন মধুসূদন বাগ। তৃণমূলের প্রার্থী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক।
গোঘাট আসনে ১৬ সালের ভোটে জেতেন তৃণমূলের মানস মজুমদার। ২০১৯ এর লোকসভায় এই কেন্দ্রে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কড়ক। তৃণমূলের মানস মজুমদার। আইএসএফের শিব প্রসাদ মালিক।
খানাকুল আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের ইকবাল আহমেদ। ১৯ এর ভোটে ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুন্সি নাজবুল করিম। বিজেপির সুশান্ত ঘোষ আর আইএসএফের প্রার্থী ফয়সল খান।