ষষ্ঠ পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার; এবারের শিবিরে থাকছে ৪ টি নয়া প্রকল্প, জানুন বিস্তারিত 

ষষ্ঠ বারের জন্য রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। ১ এপ্রিল অর্থাৎ আজ থেকে জেলায় জেলায় শিবির শুরু হয়েছে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ১০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ এবং ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান। তবে শিবিরে পুরোনো প্রকল্পগুলোর পাশাপাশি নতুন চারটি প্রকল্পের জন্যও আবেদন করা যাবে। 

শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এ বারের দুয়ারে সরকারে নতুন ৪টে প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। প্রকল্প চারটি হল, বিধবা ভাতা, মেধাশ্রী, ভবিষৎ ক্রেডিট কার্ড এবং কৃষি সেচ যোজনার অন্তর্গত মাইক্রো ইরিগেশন প্রকল্প। এই চারটি প্রকল্প সহ মোট ৩৩ ধরণের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যবাসী। স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, জমির পাট্টা প্রদান, কাস্ট সার্টিফিকেট, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে। 

২০২০ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ৫ বার দুয়ারে সরকার শিবির হয়েছে। জানা গিয়েছে, দু’বছরে মোট ৩ লক্ষ ৭৫ হাজার ক্যাম্প হয়েছে। যেখানে ৯ কোটির বেশি মানুষ শিবিরগুলোতে আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত ৭ কোটি মানুষ সরকারি প্রকল্পগুলোর পরিষেবা পেয়েছেন। এবারেও সারা রাজ্যজুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প হচ্ছে। যার মধ্যে ৭০ হাজার স্থায়ী ক্যাম্প এবং বাকি মোবাইল ক্যাম্পেরও ব্যবস্থা থাকছে।  

Comments are closed.