ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের ৮ কেন্দ্রে ভোট, ২০১৬ ও ২০১৯ এ কী ছিল ফল?

পূর্ব বর্ধমান জেলায় বিধানসভা আসনের সংখ্যা ১৬। এরমধ্যে পঞ্চম দফায় ভোট হয়েছে ৮ টি আসনে। বাকি ৮ আসনের ভোট ষষ্ঠ দফায়।

ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি কেন্দ্রে ভোট হবে বৃহস্পতিবার।

দেখে নেব ২০১৬ সালের বিধানসভা আর ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফল কী ছিল।

ভাতার বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের সুভাষ মণ্ডল। ২০১৯ সালে এই কেন্দ্রে ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এই ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনগোবিন্দ অধিকারী। বিজেপি প্রার্থী মহেন্দ্র কোনার। সিপিএম প্রার্থী নজরুল হক।

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় ২০১৬ সালে জয়লাভ করেছিলেন তৃণমূলের স্বপন দেবনাথ। ১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে এবারও তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক। কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভট্টাচার্য।

পূর্বস্থলী উত্তর বিধানসভায় ২০১৬ সালে জেতেন সিপিএমের প্রদীপ সাহা। ২০১৯ লোকসভায় ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবারও সিপিএম প্রার্থী প্রদীপ সাহা। বিজেপির টিকিটে লড়ছেন গোবর্ধন দাস। তৃণমূল প্রার্থী করেছে তপন চ্যাটার্জিকে।

কাটোয়া বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের রবীন্দ্রনাথ চ্যাটার্জি। ২০১৯ সালে এই কেন্দ্রে ২ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার। সিপিএম প্রার্থী সুদীপ্ত বাগচি। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জি। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী প্রবীর গাঙ্গুলি।

কেতুগ্রাম বিধানসভায় ২০১৬ সালে জয়ী হন তৃণমূলের শেখ শাহনওয়াজ। ২০১৯ লোকসভায় এখানে সাড়ে ২৭ হাজারের লিড আছে তৃণমূলের।
এবার ভোটে বিজেপি প্রার্থী অনাদি ঘোষ(মথুরা)। তৃণমূল প্রার্থী শেখ শাহনওয়াজ। সিপিএম প্রার্থী মিজানুল কবির।

মঙ্গলকোট বিধানসভায় ২০১৬ সালে জয়লাভ করেন তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরী। ২০১৯ সালে ২৯,২২৭ ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী। বিজেপি প্রার্থী রাণাপ্রতাপ গোস্বামী। সিপিএম প্রার্থী চৌধুরী শাহজাহান।

আউশগ্রাম বিধানসভা আসনে গতবার জিতেছিলেন তৃণমূলের অভেদানন্দ থান্দাহার। লোকসভায় এখানে তৃণমূলের ১৫ হাজার লিড আছে।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কলিতা মাঝি। সিপিএম প্রার্থী চঞ্চল মাঝি। তৃণমূল প্রার্থী করেছে অভেদানন্দ থান্দাহারকেই।

গলসি বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের অলক মাঝি। ২০১৯ লোকসভায় এই সিটে ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
একুশের ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নন্দলাল পন্ডিত। তৃণমূল প্রার্থী নেপাল ঘড়ুই।

Comments are closed.