‘বেহিসেবি’ সেন্ট্রাল ভিস্তার কাজ বন্ধ করুন! মোদীকে চিঠি রোমিলা-গায়ত্রী স্পিভাক-ওরহান পামুকদের

নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে তাঁদের আর্জি, দেশের এরকম সঙ্কটের মুহূর্তে সরকারের উচিত সেন্ট্রাল ভিস্তার মত বেহিসেবি পরিকল্পনা পুনর্বিবেচনা করা এবং অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ রাখা

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তাকে বেহিসেবি পরিকল্পনা তকমা দিয়ে প্রকল্প স্থগিতের আর্জি জানালেন বুদ্ধিজীবীরা। ৭৬ জন বিশিষ্ট খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

বিশিষ্টদের মধ্যে সাক্ষর করেছেন ইতিহাসবিদ রোমিলা থাপার, লেখক ওরহান পামুক, অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, শিল্পী অনীশ কাপুর, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মর্ডান আর্টের ডিরেক্টর গ্ল্যান লরি প্রমুখ।

নরেন্দ্র মোদীকে লেখা খোলা চিঠিতে তাঁদের আর্জি, দেশের এরকম সঙ্কটের মুহূর্তে সরকারের উচিত সেন্ট্রাল ভিস্তার মত বেহিসেবি পরিকল্পনা পুনর্বিবেচনা করা এবং অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ রাখা।

অতিমারির সময় দেশে যখন একটুখানি অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, রাজ্যে রাজ্যে টিকার আকাল, তখন নরেন্দ্র মোদী সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টকে একটি ‘বেহিসেবি পরিকল্পনা’ বলে চিঠিতে অভিহিত করা হয়েছে।

বিশিষ্টদের সম্মিলিত দাবি, প্রকল্পের কাজ চলার জেরে ওই প্রকল্পে কর্মরত শ্রমিকদের জীবনের ঝুঁকির পাশাপাশি এরকম একটি ব্যয়বহুল প্রকল্প জারি রাখার মানেই হল অর্থের অপচয়। দেশে স্বাস্থ্য ব্যবস্থায় বেড়ে চলা সঙ্কট এই ধরনের বেহিসেবি প্রকল্পকে মান্যতা দেয় না, চিঠিতে দাবি রোমিলা থাপারদের।

মঙ্গলবার সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলায় এই প্রকল্পের পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা। তাঁদের বক্তব্য, সূচনা থেকেই প্রকল্পটি বন্ধ করার জন্য নানারকম চেষ্টা হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে একদল ক্রমাগত চাইছেন যাতে এই প্রজেক্টের কাজ মাঝপথে থেমে যায়। হাইকোর্টে আইনজীবীদের সওয়াল, এই মামলাও এরকমই একটি চেষ্টা ছাড়া আর কিছু নয়।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পে কর্মরত শ্রমিকদের করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্তরকম ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কেন্দ্রের দাবি, প্রকল্পে কর্মরত ২৫০ জন শ্রমিকই চান প্রকল্পের কাজ চালু থাকুক।

বুধবার দেশের ১২ টি বিরোধী দলের প্রধান একযোগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি জানান, সেন্ট্রাল ভিস্তার কাজ স্থগিত রেখে সেই টাকায় করোনা চিকিৎসার জন্য ভ্যাকসিন, অক্সিজেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কিনুক কেন্দ্র। ফের এই প্রকল্পের স্থগিতের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে বিশিষ্টদের চিঠি নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ বাড়ালো বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Comments are closed.