অচলাবস্থা কাটল, যাদবপুরে ফিরছে প্রবেশিকা পরীক্ষা।

শেষ পর্যন্ত জয় হল যাদবপুরের প্রবেশিকা পরীক্ষার দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের। মঙ্গলবারের কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রবেশিকা পরীক্ষা বহাল রেখেই চলতি বছরে স্নাতক স্তরে ভর্তি করা হবে। প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনা হবে, না নম্বরের ভিত্তিতে ভর্তি,  তা নিয়ে এদিন দুপুর থেকে শুরু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক। বৈঠকে ছিলেন উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, রেজিষ্ট্রারসহ বিভাগীয় প্রধানরা। সূত্রের খবর কর্মসমিতির বৈঠকেও প্রবেশিকা পরীক্ষার দাবিতেই বিভাগীয় প্রধানরা সরব হন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে অনড় ছিলেন ছাত্রছাত্রীরাও। গত ৫ জুলাই থেকে লাগাতার অচলাবস্থা চলছিল বিশ্ববিদ্যালয়ে। প্রবেশিকা পরীক্ষার দাবিতে পড়ুয়ারা উপাচার্যকে ঘেরাও পর্যন্ত করেন। সোমবারেই আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী জানিয়ে দিয়েছিলেন কর্মসমিতির সিদ্ধান্তই চূড়ান্ত। পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজনে উপাচার্য হস্তক্ষেপ করতে পারেন। শুক্রবার রাত থেকেই অনশন শুরু করেন ছাত্র-ছাত্রীরা। কর্মসমিতির বৈঠক চলাকালিন এই দিনও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মিছিল করেন ছাত্র-ছাত্রীরা।

অন্যদিকে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, আলোচনার মাধ্যমে তার সমাধান বেরোবে বলে মঙ্গলবার আশা প্রকাশ্ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এদিন কলকাতায়, রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতীচি ট্রাস্টের একটি রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে যাদবপুরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আলোচনা প্রয়োজন।’

Leave A Reply

Your email address will not be published.