গণনার আগের দিন প্রার্থীদের বৈঠক ডাকলেন মমতা, কী নির্দেশ? শুরু জল্পনা
মিটিঙে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও হাজির থাকতে বলা হয়েছে
২ মে একুশের ভোটের ফলাফল প্রকাশ। আর তার আগে ১ মে সমস্ত প্রার্থীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মিটিঙে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও হাজির থাকতে বলা হয়েছে।
নির্বাচনী ফলাফল ঘোষণার আগের দিন প্রার্থীদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিলেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেত্রীর জরুরি বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন। ঠিক কী কারণে গণনার আগের দিন প্রার্থীদের নিয়ে বৈঠক তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিরোধীদের মধ্যেও।
পর্যবেক্ষকদের একাংশের মতে, করোনা কালে কাউন্টিং সেন্টারে প্রার্থীদের প্রবেশ নিয়ে কমিশন যে নতুন গাইড লাইন দিয়েছে, তা নিয়ে দলনেত্রী আলোচনা করতে পারেন। শনিবার বেলা ১২ টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা।
কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রার্থীকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে হলে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখতে হবে অথবা টিকার দুটি ডোজই নিয়েছেন এমন নথি দেখতে হবে। কাউন্টিং এজেন্ট দেরও নামের তালিকা কমিশন জমা দিতে গণনার তিন দিন আগে।
আর কমিশনের এই নির্দেশেই তৃণমূলের আশঙ্কা, দলীয় প্রার্থীর অনুপস্থিতিতে কাউন্টিং-এ কারচুপি হতে পারে।
তৃণমূল নেত্রী প্রতিটি সভা থেকেই দলীয় কর্মীদের বলেছেন ইভিএম পাহারা দেওয়ার কথা। শনিবারের বৈঠকেও তেমনই কোনও বার্তা দিতে পারেন বলে পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।
এদিকে বৃহস্পতিবারই কমিশনে যান তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, কমিশনের নতুন গাইডলাইনে প্রার্থীদের কথা বলা হলেও, পোলিং অফিসার বা গণনা কেন্দ্রে মোতায়েন থাকা জওয়ানদের জন্য কোনও নির্দেশ দেওয়া নেই। এই বিষয়টি নিয়ে তাঁরা কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
Comments are closed.