জন্মদিনে IPL থেকে পাওয়া টাকা মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে দিলেন লক্ষ্মীরতন শুক্লা
করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর জন্মদিনে আর্থিক সহায়তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কোভিড যোদ্ধাদের পাশে দাঁড়ালেন লক্ষ্মীরতন শুক্লা
আজ আমার জন্মদিন। IPL এ অ্যাংকারিং করে যা টাকা পেয়েছিলাম তা বাংলার করোনা তহবিল Chief Minister’s relief fund এ দান করলাম।
বৃহস্পতিবার ছিল প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার জন্মদিন। করোনা পরিস্থিতিতে অনাড়ম্বর জন্মদিনে আর্থিক সহায়তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কোভিড যোদ্ধাদের পাশে দাঁড়ালেন তিনি।
দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ ভয়ঙ্কর রূপ নিয়েছে। সংক্রমিতের সংখ্যা নিত্য নতুন রেকর্ড গড়ছে। দিকে দিকে অক্সিজেনের হাহাকার। নেই পর্যাপ্ত বেড। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন লক্ষ্মীরতন শুক্লা।
নিজের ট্যুইটার হ্যান্ডেল জানালেন, আজ ৬ মে, আমার জন্মদিন। IPL এ অ্যাংকারিং করে যা টাকা পেয়েছিলাম তা বাংলার করোনা তহবিল Chief Minister’s relief fund এ দান করলাম। জনগণের পাশে থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এ আমার ছোট্ট অবদান।
Today, 6th May 2021, on my Birthday, am humbly Donating my entire #IPL2021 commentary fees, to the #westbengal #CHIEFMINISTERRELIEF FUND. A small contribution to fight this disastrous 2nd wave Corona Situation ,from my end for my people🙏WinCorona #COVID19 #StaySafe #India #LRS
— Laxmi Ratan Shukla (@Lshukla6) May 6, 2021
দেশে যখন করোনা সংক্রমিত সংখ্যা আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতেও IPL চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিল BCCI কর্তৃপক্ষ। কিন্তু একই দলে একাধিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতেই স্থগিত করে দেওয়া হয় IPL।
Comments are closed.