শীঘ্রই হতে চলেছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউ শুরু ১৯ জুলাই থেকে

খুব শীঘ্রই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ১৯ জুলাই থেকেই শুরু হচ্ছে সেই ইন্টারভিউ। ইন্টারভিউ চলবে ৪ অগাস্ট পর্যন্ত। এমনই জানালেন শিক্ষামন্ত্রী। শুক্রবার তিনি জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগের পদ্ধতি সম্পন্ন করা হবে। ১৫ হাজার ৪০৬ জন প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে www.westbengalssc.com ওয়েবসাইটে বলে জানান ব্রাত্য বসু।

আগেই এসএসসির চেয়ারম্যান জানিয়েছিলেন, তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁরা ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, এই ওয়েবসাইটে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়না।

কিন্তু গত সপ্তাহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছিলেন, এবার শিক্ষামন্ত্রী স্বচ্ছতার সঙ্গেই এসএসসি এবং প্রাথমিকে টেটের নিয়োগ করা হবে। প্রথমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। পরে সেই স্থগিতাদেশ তুলে নিতেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করছে রাজ্য সরকার।

Comments are closed.