বিজেপি ঘনিষ্ঠ অধ্যক্ষ শিশু পাচারের সঙ্গে জড়িত। ট্যুইটারে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের।
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ট্যুইটারে একটি ছবি পোস্ট করে অভিযোগ করেন, বাঁকুড়ার জোহর নবদয় বিশ্ববিদ্যালয়ের বিজেপি ঘনিষ্ঠ অধ্যক্ষ শিশু পাচারের ঘটনায় অভিযুক্ত।
ছবিতে দেখা যায় অভিযুক্ত অধ্যক্ষের হাতে স্বারক তুলে দিচ্ছেন বিজপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।
তৃণমূল সাংসদের কটাক্ষ, আবারও এই ঘটনায় প্রমাণিত যে, নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তিতে বিজেপি অবিচল রয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, মোদী শুধুমাত্র দুষ্কৃতীদেরকেই ‘আচ্ছে দিন’র প্রতিশ্রুতি দেওয়ার যোগ্য।
Yet another incident of @BJP4Bengal staying true to its malign colours!
Principal of the Jawahar Navodaya Vidyalaya in Bankura who is closely connected to BJP’s @Drsubhassarkar is accused of child trafficking.
PM Modi is only capable of promising ‘acche din’ to the BJP goons! pic.twitter.com/4InTUe9G6Z
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) July 18, 2021
উল্লেখ্য সাংসদের এই চাঞ্চল্যকর ট্যুইট প্রকাশ্যে আসার পরেই তীব্র গুঞ্জন শুরু হয়েছে। যদিও এখনও বিজেপির তরফে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিল ঘাসফুল শিবির। কংগ্রেস নেতার চিঠিকে সামনে রেখে তৃণমূলের কয়েকজন সাংসদ অভিযোগ করেন, নিশীথ বাংলাদেশি নাগরিক। আর তার ২৪ ঘন্টার মধ্যেই ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে ময়দানে তৃণমূল।
Comments are closed.