কলকাতায় ইডির দপ্তর থাকা সত্ত্বেও বারবার কেন দিল্লি ডেকে পাঠানো হচ্ছে, এই অভিযোগ জানিয়ে ইডির তলব নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার সেই মামলা গ্রহণ করল দেশের শীর্ষ আদালত। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে। অভিষেকের সঙ্গেই মামলা করেছেন রুজিরা ব্যানার্জিও। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে খবর।
কয়লা পাচার কাণ্ডে এর আগেও বেশ কয়েকবার দিল্লিতে ইডির দপ্তরে হাজির হয়েছেন অভিষেক। ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন। কিন্তু প্রথম থেকেই ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়ে এসেছেন, তিনি তদন্তে সহযোগিতা করতে চান। কিন্তু কলকাতায় ইডির দপ্তর থাকা সত্তেও তাঁকে দেড় হাজার কিমি দূরে ডেকে পাঠান হচ্ছে। অভিষেকের অভিযোগ, তাঁকে নিগ্রহের উদ্দেশ্যেই এগুলো করা হচ্ছে। একই মামলায় অভিষেক পত্নীকে ডাকা হলেও তিনি জানান, বাড়িতে তাঁর ছোটো সন্তান রয়েছে। তাদের ফেলে রেখে দিল্লি যাওয়া সম্ভব নয়। ইডি কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করুক।
ইডির দিল্লিতে তলবের বিরোধিতা করে এর আগে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক। কিন্তু সেখানে তাঁকে জানানো হয়, দিল্লিতেই হাজিরা দিতে হবে তাঁদের। দিল্লির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রথমে তাঁর আবেদন গৃহীত না হলেও, এদিন সুপ্রিম কোর্ট অভিষেক-রুজিরার মামলা গ্রহণ করেছে।
Comments are closed.