৩৫ শতাংশ পেলেই নেওয়া যাবে বিজ্ঞান, একাদশে ভর্তির বিজ্ঞপ্তি জারি সংসদের

মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এরপর শনিবার একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বাধিক ৪০০ আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। এরআগে একাদশে ভর্তির ক্ষেত্রে ২৭৫ আসন ছিল। তা বাড়িয়ে করা হয় ৪০০।

পাশাপাশি, এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয় বলে জানানো হয়েছে। আগে ৪৫ শতাংশ নম্বর পেলে বিজ্ঞান নেওয়া যেত। এটা কমিয়ে করা হয়েছে ৩৫ শতাংশ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ১০ জুন প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১১ টার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ফলাফল।

Comments are closed.