অভিষেক: ত্রিপুরা আসব শুনে আমার স্ত্রীকে CBI চিঠি দিয়েছে, তৃণমূলকে এত ভয় কীসের? 

মঙ্গলবার উপনির্বাচনের প্রচারে আগরতলায় যখন বক্তব্য রাখছেন অভিষেক ব্যানার্জি। সে সময় কলকাতায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি রুজিরা ব্যানার্জি। ফলে আগরতলা থেকে কী প্রতিক্রিয়া দেন অভিষেক, সে দিক নজর ছিল রাজনৈতিক মহলের। আর এদিন তাঁর স্বভাবসিদ্ধ ঢঙেই সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক। তিনি যাতে আগরতলায় আসতে না পারেন সে কারণেই সিবিআইয়ের চিঠি। অভিযোগ করেন অভিষেক। 

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এদিন বলেন, ত্রিপুরায় আসব শুনে আমার স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে। যাতে আমি এখানে আসতে না পরি। তারপরেই তাঁর কটাক্ষ, তৃণমূলকে এত ভয় কীসের? অন্য দলের মতো তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই। অন্য দলের মতো আমরা চুপ করে বসে থাকবো না। 

ত্রিপুরায় তৃণমূলের পা রাখার পর থেকে বিজেপি ভয় পেয়েছে বলেও এদিন খোঁচা দেন অভিষেক। তাঁর কথায়, ২০১৮,২০১৯,২০২০,২০২১ সালে মুখ্যমন্ত্রী বদল করল না বিজেপি, ২০২২ সালে করল। কারণ তৃণমূল এসেছে। অভিষেকের হুঁশিয়ারি, ২০২২ সালে মুখ্যমন্ত্রীকে বদলেছে, ২০২৩ সালে সরকার বদল হবে। 

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়েও এদিন পদ্ম শিবিরকে একহাত নিয়েছেন তিনি। বলেন, বিজেপি নেত্রী এমন মন্তব্য করছেন যা নিয়ে দেশে অন্তর্দ্বন্দের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। তাঁর তোপ, বিজেপির জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দেশকে। ত্রিপুরা সফরে সিপিএম,  কংগ্রেসকেও এদিন একহাত নিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 

Comments are closed.