এবার বাঘ গণনা অনুযায়ী সুন্দরবনে বাড়তে চলেছে বাঘের সংখ্যা। বাঘের সংখ্যা এবার সেঞ্চুরি করতে পারে। ২৭টি বাঘ বাড়তে পারে সুন্দরবনের। আর এতেই বাঘের সংখ্যা সেঞ্চুরি করে যেতে পারে। ২০১৮ সালে বাঘ গণনা প্রক্রিয়ার রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। আর ২৭ টি বাড়ার ফলে সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।
চলতি বছর জানুয়ারি মাসে বাঘ গণনা শুরু হয় সুন্দরবনে। মোট ১৬১ জোড়া ক্যামেরা বসানো হয় সুন্দরবনের বিভিন্ন জায়গায়। প্রায় ১০০ জন বনকর্মী বিভিন্ন দলে ভাগ হয়ে বাঘ গণনার কাজ শুরু করেন। সেই গণনার পর বনদফতরের আশা সুন্দরবনে ২৭ টি বাঘ বাড়তে পারে।
কেন্দ্র বিভিন্ন রাজ্য থেকে বাঘ গণনার তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করে গোটা দেশে বাঘের সংখ্যা ঘোষণা করে। সুন্দরবনে বাঘ গ্ণনার রিপোর্ট ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে। গণনার রিপোর্ট সরকারিভাবে প্রকাশ না করা হলেও সুন্দরবনের বাঘের সংখ্যা যে আগের তুলনায় বাড়ছে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছে রাজ্য বনদফতর।
Comments are closed.