দেশের প্রথম 3D তারামণ্ডল চালু হচ্ছে বাংলায়। হাওড়া পুরসভা তৈরি করছে 3D তারামণ্ডল। শরৎ সদন সংলগ্ন এলাকায় এই তারমণ্ডল তৈরি করেছে পুরসভা। এর জন্য খরচ হচ্ছে প্রায় ১৪ কোটি টাকা। জানা গিয়েছে, বাংলা, হিন্দি, ইংরেজি এই তিন ভাষাতেই শো চলবে তারামণ্ডলে। সারাদিন ১০ টির মতন শো চলবে।
দুর্গাপুজোর সময় এই তারামণ্ডলের উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছিল কিন্তু, প্রযুক্তিগত কিছু কাজ বাকি ছিল। তারমণ্ডলে মোট ১০০টির কাছাকাছি আসন সংখ্যা রয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে খুলে যাবে এই তারামণ্ডল। আপাতত দুপুর ৩ টে, বিকেল ৪ টে ও বিকেল ৫ টার সময় শো চালু হবে। টিকিটের মূল্য বড়দের জন্য ১২০ টাকা ও ছোটদের জন্য ৭০ টাকা। বিরতি নিয়ে মোট ৪৫ মিনিটের শো চলবে।
উল্লেখ্য, বাংলায় বিড়লা প্ল্যানেটোরিয়াম ও কলকাতার সায়েন্স সিটির তারামণ্ডল বেশি জনপ্রিয়। ছুটি পেলেই বাঙালি এই তারামণ্ডলে ভিড় জমায়। এবার হাওড়া পুরসভার উদ্যোগে 3D তারামণ্ডল তৈরি হল।
Comments are closed.