অভিষেক: হাইকোর্টকে ধন্যবাদ, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য 

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশের জন্য কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক থেকে অভিষেক ব্যানার্জি বলেন, দলগতভাবে আমি হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দেওয়ার জন্য।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। শেষমেশ ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্য। যা নিয়ে এবার বিরোধীদের কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ। অভিষেক ব্যানার্জির কথায়, ১ জন কেন প্রয়োজনে বুথের বাইরে ১০ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকুক। একুশের বিধানসভা ভোটেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তাতে কি ফলাফল কিছু বদলেছে? মানুষের মনে রয়েছে তৃণমূল। সেখানে থেকে সরাবেন কীভাবে? সেই সঙ্গে তাঁর সংযোজন, ভোট কেন্দ্রীয় বাহিনী দেবে না। রাজ্যের মানুষ দেবে।

এদিন রাজ্যের বকেয়া পাওনা নিয়েও পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে ফের একবার একহাত নিয়েছেন তৃণমূলের প্রধান সেনাপতি। এদিন তিনি আবারও বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে বাংলার মানুষদের নিয়ে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন করবেন। বাংলার বকেয়া পাওনা টাকা আদায় করেই ছাড়বেন বলে হুঙ্কার দেন ঘাসফুল শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড।

Comments are closed.