পুনর্নির্বাচনের ফলেও এক নম্বরে তৃণমূল; জানাল নির্বাচন কমিশন 

গত দু’দিন ধরে ফেসবুকে একটি পোস্ট দাবি ঘিরে হৈচৈ শুরু হয়েছিল। পোস্টটিতে বলা হয়েছিল, পঞ্চায়েত ভোট শেষে যে ৬৯৬টি আসনে পুনরায় ভোট হয়েছিল, তার মধ্যে ৩৮০টি আসনে জয়ী হয়েছে বামেরা। অর্থাৎ ১ নম্বরে রয়েছে সিপিএম। কংগ্রেস ১২২টি’তে আর বিজেপি ৯১টি’তে। আর চতুর্থ আসনে তৃণমূল পেয়েছে ৬৫টি।

যদিও সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ওই ভাইরাল ফেসবুক পোস্টের কোনও সত্যতা নেই। কমিশনের তরফে এদিন হিসেব প্রকাশ করে জানানো হয়েছে, পুনর্নির্বাচনের ফলেও এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল।

রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, পুনরায় ভোট হয়েছে ৭৬২টি আসনে। যার মধ্যে ৬৬টি আসনে ডবল সিট। এই ৭৬২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৪৭০টি আসনে। দ্বিতীয় স্থানে বিজেপি পেয়েছে ১০৩টি আসন। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ৯১টি আসন। চতুর্থ আসনে রয়েছে সিপিএম। তাদের আসন সংখ্যা, ৬২টি। পাশাপাশি ২৬টি আসনে জিতেছে নির্দল এবং ১০টি আসনে অন্যান্যরা। এদিকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পুনর্নির্বাচনে বাম কংগ্রেস জোটের আসন সংখ্যা বিজেপির থেকে অনেকটাই বেশি। বাম-কংগ্রেসের আসন সংখ্যা একত্রে করলে হয় ১৫৩টি। আর বিজেপির আসন সংখ্যা ১০৩টি।

Comments are closed.