নির্বাচনী বিধিভঙ্গ করে চলেছেন মোদী-শাহ, কিন্তু নিষ্ক্রিয় কমিশন, সুপ্রিম কোর্টে কংগ্রেস

বারবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি কমিশন। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের নির্বাচনী বিধিভঙ্গের বিষয়ে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়, এই অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। সোমবার কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব হলফনামা পেশ করেন। তাতে তিনি আবেদন জানিয়েছেন, নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে পদক্ষেপ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ বিভিন্ন জনসভা থেকে লাগাতার সাম্প্রদায়িক বিভেদের বার্তা দিয়ে মেরুকরণের চেষ্টা করে চলেছেন। সুস্মিতা দেব তাঁর হলফনামায় দাবি করেছেন, মোদী-শাহ ভোটারদের প্রভাবিত করতে, বিভিন্ন নির্বাচনী জনসভায় দেশের সেনার সাফল্য তুলে ধরছেন এবং বিদ্বেষমূলক মন্তব্য করছেন। যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। কিন্তু নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ কংগ্রসের। তাই প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।
কংগ্রেস নেত্রীর এই পিটিশনের ভিত্তিতে শীর্ষ আদালত কী নির্দেশ দেয় সেটাই দেখার।

Comments are closed.