বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় যে প্রথম সারিতে রয়েছেন সিআর ৭। সেই পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো কিনতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘Marca’-তে উঠে এসেছে এমনই তথ্য। জানা যাচ্ছে, ১১ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ কোটি টাকা দিয়ে বুগাত্তির ‘লা ভয়েতার নোরে’ কিনছেন সিআর ৭। বুগাত্তির তরফে এখনও পর্যন্ত গাড়িটির মালিকের নাম গোপন রাখা হলেও, বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম দাবি করছে বিশ্বের সব থেকে দামি গাড়িটির মালিক আর কেউ নন, স্বয়ং রোনাল্ডো।
‘লা ভয়েতার নোরে’ মডেলটি ২০১৯ সালে জেনেভা মোটর শোয়ে দেখা গিয়েছিল। এই মডেলটিই কিনেছেন রোনাল্ডো। তবে এখনই স্টিয়ারিং-এ হাত রাখতে পারবেন না তিনি। গাড়িটি তৈরিতে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। ২০২১ সালের মধ্যে বিশ্বের দামি গাড়িটি হাতে পাবেন রোনাল্ডো।
লাক্সারি কার কেনা রোনাল্ডের অন্যতম শখ। তাঁর গ্যারাজে রয়েছে মার্সেডিজ সি ক্লাস স্পোর্টস কু, রোলস রয়েস ফ্যান্টম, ইউজেএন ফেরারি ৫৯৯ জিটিও, ল্যাম্বর্ঘিনি অ্যাভেন্টাডোর এলপি ৭০০-৪, অ্যাস্টন মার্টিন ডিবি ৯, ম্যাকলারেন ১২ সি এবং বেন্টলে কন্টিনেন্টাল জিটি সি স্পিডের মতো বহুমূল্য গাড়ি। এবার সেই সব কিছু ছাপিয়ে সবচেয়ে দামি গাড়ির মালিক হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
১৯৩৬ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে ঐতিহাসিক ৫৭ এসসি আটলান্টিক মডেলের চারটি গাড়ি তৈরি করেছিল বুগাত্তি। লা ভয়েতার নোরে মডেলটি তারই আধুনিক রূপ।
Comments are closed.