পরিবারের অর্থনৈতিক দুরাবস্থা, ইউটিউব থেকে প্রশিক্ষণ নিয়ে দুটি রেলের চাকরি পেলেন এক যুবক

ইউটিউবের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ভারতীয় রেলওয়েতে চাকরি পেলেন এক যুবক। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার বাসিন্দা তিরুপতি রেড্ডি। সরকারি চাকরি পাওয়ার জন্য কোচিং নেওয়ার সামর্থ ছিল না তাঁর। তাই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির প্রশিক্ষণ নেন তিনি। চাকরি পাওয়ার পর সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সম্প্রতি দুটি কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন তিনি। আর দুটিই ভারতীয় রেলওয়েতে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার জন্য মাঠে গিয়ে চাষের কাজ করতে হয় তাঁকে। বাড়ি ফিরে এসে মোবাইলে ইউটিউবের মাধ্যমে চাকরির প্রশিক্ষণ নিতেন তিনি।

তিরুপতি র সাফল্যে খুশি তাঁর পরিবার। তাঁর বাবা মা জানিয়েছেন, বি এস সি পাশ করার পর বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা শুরু করে ছেলে। প্রথমে রেলে চাকরির জন্য চেষ্টা করে। আর ছেলের সেই আশা পূরণ হল। প্রথমে রেলের গ্রেড ফোর বিভাগে চাকরি হয় তিরুপতি র। সেই চাকরির জন্য বেঙ্গালুরু যেতে হয় তাঁকে। এরপর সেখানে গিয়ে আরেকটি রেলের চাকরিও পেয়ে যান তিরুপতি। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুমারলু গ্রামবাসী খুশি তিরুপতি র সাফল্যে। তাঁদের বক্তব্য, গ্রামের ছেলের এই সাফল্য অন্যান্যদের অনুপ্রেরণা দেবে।

Comments are closed.