অক্সিজেন সরবরাহ নিয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের, জানেন কী আছে চিঠিতে?

রাজ্যে বাড়তি অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার

ইতিমধ্যেই রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মজুত থাকলেও আশঙ্কা তৈরি হয়েছে অক্সিজেনের ঘাটতি নিয়ে। তাই রাজ্যে বাড়তি অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার।

রাজ্যে যা করোনার পরিস্থিতি তাতে পরের সপ্তাহ থেকেই প্রত্যেকদিন গড়ে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে হাসপাতালগুলিতে। তাই এই মুহূর্তে অক্সিজেন অন্যত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।

এমনিতেই করোনার আবহে সারা দেশেই হাহাকার। দিল্লির হাসপাতালে অক্সিজেনের সংকট মেটাতে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এই পরিস্থিতিতে ভোটের বাংলায় সংক্রমণ মাত্রা ছাড়ালে যাতে অক্সিজেন নিয়ে সমস্যায় পড়তে না হয়, সেজন্য আগেভাগেই কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।

Comments are closed.