সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, দিল্লিতে সরকার গড়তে চলেছেন কেজরিওয়াল

শনিবার মিটেছে দিল্লি বিধানসভার ভোটপর্ব। ১১ তারিখ নির্বাচনের ফল প্রকাশ। দিল্লির নির্বাচনে এবার মূল প্রতিদ্বন্দ্বী আপ, বিজেপি, কংগ্রেস হলেও, লড়াইটা মূলত আপ বনাম বিজেপির মধ্যেই। ভোটের ফল প্রকাশের আগে এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমের করা এক্সিট পোলও তাই বলছে।
এক্সিট পোল বলছে, প্রত্যাশা মতোই এবারও দিল্লির মসনদে বসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ। দ্বিতীয় স্থানে থাকছে বিজেপি।

বিভিন্ন এক্সিট পোলের হিসেব অনুযায়ী জিতলেও এবার গতবারের তুলনায় আসন সংখ্যা এবং প্রাপ্ত ভোট শতাংশ দুইই কিছুটা কমবে আপের। ৫০ থেকে ৫৫ শতাংশের মধ্যে থাকবে আপের প্রাপ্য ভোট, যা ২০১৫ এর বিধানসভা নির্বাচনের তুলনায় বেশ কিছুটা কম। অন্যদিকে, গত বারের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে বিজেপির পক্ষে এবার ভোট শতাংশ হতে পারে ৩৮ থেকে ৪৪ শতাংশ। কংগ্রেস গতবার পেয়েছিল প্রায় ৯ শতাংশ ভোট। এবার তারা পেতে পারে ৪-৬ শতাংশ ভোট।

গত বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০ টি বিধানসভা আসনের মধ্যে আপ পেয়েছিল ৬৭ টি আসন। বিজেপি পেয়েছিল ৩ টি আসন। খাতা খুলতেই পারেনি কংগ্রেস। অন্যদিকে ২০১৯ এর লোকসভা নির্বাচনে দিল্লির ৭ টি আসনই গিয়েছিল বিজেপির ঝুলিতে।
টাইমস নাউ-এর এক্সিট পোল অনুযায়ী এবার আপ পেতে পারে ৪৪ টি আসন, বিজেপি পেতে পারে ২৬ টি আসন। রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায় আপকে ৪৮-৬১ টি এবং বিজেপিকে ৯-২১টি আসন দেওয়া হয়েছে। নিউজ এক্স আপকে দিচ্ছে ৫০-৫৬ টি এবং বিজেপিকে ১০-১৪ টি আসন। অন্যদিকে, এবিপি নিউজের এক্সিট পোল অনুযায়ী এবারের নির্বাচনে দিল্লিতে কেজরিওয়ালের দল পেতে পারে ৪৯-৬৩ টি আসন এবং গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে ৫-১৯ টি আসন। ইন্ডিয়া টুডের মতে আপ এবার ৫৯ থেকে ৬৮ টি আসন পেতে পারে, বিজেপির ঝুলিতে যাবে ২-১১ টি আসন। ইন্ডিয়া টিভির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপ পাবে ৪৪ টি আসন এবং বিজেপি ২৬ টি। টিভি নাইন আপকে দিচ্ছে ৫৪ টি আসন, বিজেপিকে দিচ্ছে ১৫ টি।

অর্থাৎ, প্রতিটি এক্সিট পোলই বলছে, জিতলেও এবার বেশ কিছু আসন কমবে আপের। অন্যদিকে, বিজেপি নিজেদের আসন সংখ্যা বেশ কিছুটা বাড়াতে সক্ষম হচ্ছে। এক্সিট পোল অনুযায়ী কংগ্রেস পেতে পারে সর্বাধিক ৪ টি আসন। তবে সে সম্ভবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬।

 

Comments are closed.