তৃণমূল লাগবে না, দলের ছাত্র-যুবরা ৫ মিনিটেই বুঝে নিতে পারবে বিজেপিকে, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে সারা বাংলায় মাত্র পাঁচ মিনিটে বিজেপিকে একাই বুঝে নেবে যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ এবং যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সমাবেশে সংক্ষিপ্ত ভাষণে আগাগোড়াই বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক।
অভিষেক বলেন, ‘এই মেয়ো রোডেই অমিত শাহ কয়েকদিন আগে সভা করে গিয়েছেন। কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করেছেন এবং তৃণমূলের যা শক্তি রয়েছে, বিজেপি কোনও দিনই এরাজ্যে পা ফেলতে পারবে না। তাঁর অভিযোগ, রুচিহীন ভাষা ব্যবহার করছেন বিজেপি নেতারা, কিন্তু তাঁদের পায়ের তলায় মাটি নেই। অন্য রাজ্য থেকে এখানে নেতা ভাড়া করে আনতে হয়, যাঁরা বাংলা ভাষা বলতে পারেন না, বাংলার ঐতিহ্য, সংস্কৃতিও জানেন না। শুধু তাই নয়, এখানে মিটিংয়ে মাঠ ভরাতে অন্য রাজ্য থেকে কর্মী-সমর্থককেও আনতে হচ্ছে বিজেপিকে। এভাবে বাংলায় তৃণমূলের সঙ্গে লড়াই করা যাবে না। তাঁর চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে শুধু যুব তৃণমূল এবং দলের ছাত্র সংগঠনই পাঁচ মিনিটে গণতান্ত্রিকভাবে বিজেপির মোকাবিলা করতে পারবে।

Comments are closed.