রাজধানীতে কর্মসূচি নিয়ে তৎপর তৃণমূল; দিল্লি যাওয়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১ অক্টোবর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক ব্যানার্জি। তার আগে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে এমনটাই খবর। 

দিল্লির কর্মসূচি সারা বাংলায় কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, বৈঠকের আলোচ্য বিষয় তাই হতে চলেছে বলে জানা গিয়েছে। প্রথমে ঠিক ছিল দলের সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে গিয়ে কৃষি ভবন ঘেরাও করা হবে। কিন্তু পুলিশের অনুমতি না মেলায়, বর্তমানে ঠিক করা হয়েছে, কেবলমাত্র সাংসদ, বিধায়ক, জেলা সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিরাই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

দিল্লির কর্মসূচিতে যাতে রাজ্যের মানুষকেও সামিল করা যায়, সেই লক্ষ্যে আগেই প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লির প্রতিবাদ কর্মসূচির সম্প্রচার দেখানোর বন্দোবস্ত করতে হবে বলে ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তৃণমূলে সূত্রে খবর,  এই কর্মসূচিতে আরও নতুন কিছু যোগ করার পরিকল্পনা রয়েছে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের। সেই উদ্দেশ্যেই বৈঠক ডেকেছেন অভিষেক ব্যানার্জি। আগামী বৃহস্পতি কিংবা শুক্রবার সেই বৈঠক হতে পারে বলে খবর। 

Comments are closed.