ফিরছেন মমতাই, এখন সংখ্যা বাড়ানোর দফা, ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক

মানুষের ওপর আমাদের আস্থা আছে

ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে অভিষেক ব্যানার্জি জানিয়ে দিলেন, দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমি আশ্বস্ত করতে পারি, আমরাই জিতছি। এখন সংখ্যা বাড়ানোর দফা। কীভাবে আমাদের আসন বাড়ানো যায় সেদিকেই নজর। মানুষের ওপর আমাদের আস্থা আছে।

এর আগের কোনও ভোটেই তাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। টেলিভিশনে বাইট তো দূর অস্ত। কিন্তু একুশের ভোট অনেক দিক থেকেই আলাদা। ভবানীপুরের ভোটার অভিষেক ব্যানার্জি ভোট দিয়ে বেরিয়ে বাংলা, হিন্দি, ইংরেজি, তিন ভাষায়  সাংবাদিকদের জানালেন, মমতাই ফিরছেন। এখন লড়াই আসন সংখ্যার। 

পাশাপাশি অভিষেক নিশান করেন মোদী-শাহকেও। বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে জেনে পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী, কেন্দ্র, রাজনৈতিক নেতাদের তৈরি থাকা উচিত ছিল। অমিত শাহই বলেছেন যে যারা হারে তারা অভিযোগ করে। এখন বিজেপি অভিযোগ করছে, তার মানে তো এটাই দাঁড়ায় বিজেপি হারছে। 

৮ দফায় ভোট নিয়ে অসন্তোষ ব্যক্ত করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য কমিশনের এই ভূমিকা কেউ আগে কখনও দেখেনি।

Comments are closed.