আজ ইডি দফতরে যাচ্ছেন না, ইমেল করে জানালেন অভিষেক

ব্যক্তিগত কারণে ইডির দফতরে যাচ্ছেন না, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল করে জানালেন অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, এদিন অভিষেকের আইনজীবী ইডিকে ইমেল করে একথা জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে ইডির দিল্লির দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে সময় জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে বেরিয়ে এসে তিনি জানিয়েছিলেন, তাঁকে কিছু কাগজপত্র জমা দিতে বলেছেন তদন্তকারীরা, তিনি খুব শীঘ্রই তা দিয়ে দেবেন।  

কয়লা মামলায় এর আগেও কয়েকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেসবাদ করেছে। কলকাতার একটি মামলার জন্য কেন দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সম্প্রতি এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেন তিনি।

শেষবার ইডির দফতর থেকে বেরিয়ে এসেও অভিষেক অভিযোগ করেছিলেন, কলকাতায় ইডির দফতর থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দেড় হাজার কিলোমিটার দূরে ডেকে পাঠানো হচ্ছে ‘হ্যারাসমেন্ট’র জন্য। তিনি সাফ জানান, এভাবে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তাঁকে থামানো যাবে না। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর তোপ, কয়লার পাহারায় থাকে কেন্দ্রীয় বাহিনী। এটা রাজ্যের এক্তিয়ারে নেই। তা সত্ত্বেও যদি কয়লা পাচার হয়, তাহলে তার দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রককে, অমিত শাহকে।  

Comments are closed.