বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন কেন্দ্র করে কড়া নিরাপত্তা, শহরে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচন। শহরে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ করতে। ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছে ৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। মঙ্গলবার সকালে দেখা যায় ওই এলাকায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আসানসোলেও এসেছে ১২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

আগেই জানা গিয়েছিল ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভায় উপনির্বাচনে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ১৬ এপ্রিল এই দুই কেন্দ্রের ফল ঘোষণা। বালিগঞ্জে বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। তিনি জোরকদমে প্রচার শুরু করেছেন। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয়কে। অন্যদিকে সিপিএমের  টিকিটে লড়বেন সায়রা শাহ হালিম। সায়রা শাহ আলিম সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী। পাশাপাশি আসানসোল কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে শ্ত্রুঘ্ন সিনহাকে। বিজেপি প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে। সিপিএম প্রার্থী করেছে পার্থ মুখার্জিকে। পশ্চিম বর্ধমানের বাম রাজনীতির পরিচিত মুখ তিনি। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয় নেতা ছিলেন তিনি।

Comments are closed.