চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে বাধা ! ইডির বিরুদ্ধে হাইকোর্টে গেলেন অভিষেক 

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর অভিযোগ, চোখের চিকিৎসার জন্য তিনি দুবাই যেতে চেয়েছিলেন। যে কয়েকটা দিন তিনি বিদেশে থাকবেন, ওই দিনগুলো বাদ দিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যেন ডাকা হয়, এই মর্মে তিনি ইডিকে চিঠি দেন। কিন্তু ইডি পাল্টা চিঠি দিয়ে তাঁকে বিদেশে যেতে নিষেধ করেছে। হাইকোর্টে সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে অভিষেকের মামলার শুনানি রয়েছে। 

জানা গিয়েছে, ৩ থেকে ১০ জুনের মধ্যে চিকিৎসার কারণে অভিষেকের দুবাই যাওয়ার কথা। ওই দিনগুলো বাদ দিয়ে যাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এমনটাই আর্জি জানিয়ে তৃণমূল সাংসদ আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠান। কিন্তু ইডি সেই আর্জি শোনেনি, উপরন্তু পাল্টা চিঠি দিয়ে অভিষেককে জানায়, তাঁর এখন বিদেশ যাওয়া হবে না। ইডির এই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

একটি সড়ক দুর্ঘটনার জেরে অভিষেক চোখে গুরতর চোট পেয়েছিলেন। সেই থেকেই তাঁর একটি চোখে সমস্যা রয়েছে। সম্প্রতি অস্ত্র পাচারও হয়েছে তাতে। অস্ত্রপাচারের পরে পরেই কয়লা পাচার মামলায় দিল্লি গিয়ে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছিলেন তিনি। অভিষেকের দায়ের করা মামলায় বিচারকরা কী নির্দেশ দেন এখন সেটাই দেখার।     

Comments are closed.