নবান্ন অভিযানে আক্রান্ত এসিপিকে দেখতে SSKM-এ গেলেন অভিষেক ব্যানার্জি

বিজেপি-র নবান্ন অভিযানে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চ্যাটার্জিকে। ডিউটি করতে গিয়ে গুরুতর আহত পুলিশকর্তাকে বুধবার দেখতে গেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিষেক ব্যানার্জি বলেন, নবান্ন অভিযানের নাম করে যে ধরণের গুণ্ডামি করেছেন একটি রাজনৈতিক দল। গায়ের জোরে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে। পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে।

লোহার রড দিয়ে মারধর করা হয়েছে পুলিশকর্তাকে। আহত পুলিশকর্তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বলেন, যাঁরা  চিকিৎসার দায়িত্বে রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলেছি। ওনার সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আমি স্যালুট জানাই ওই পুলিশকর্তাকে। নিজেদের সংযম, ধৈর্যের পরিচয় দিয়েছেন। পুলিশকে কুর্নিশ জানাই, তাঁদের জন্য বাংলা সুরক্ষিত। আর তাঁদেরকেই আক্রমণ করা হচ্ছে।

তিনি বলেন, যেই ইস্যুতে অভিযান কার্যত সেই ইস্যুর একটা শব্দও শোনা যায়নি। এরপরেই অভিষেক বিষ্ময় প্রকাশ করে বলেন,  বাংলায় ক্ষমতায় এলে কী করতেন তাঁরা? মুখ্যমন্ত্রীর কথা টেনে অভিষেক বলেন,  আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু আইনকে নিজের হাতে তুলে নয়।  তিনি সংবাদ মাধ্যমঅকে কুর্নিশ জানিয়ে বলেন, সব ছবি সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে,  আপনারা দেখেছেন।

প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরের নানা প্রান্তে পুলিশ এবং বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে। দুই তরফেই বেশ কয়েক জন গুরুতর আহত হন। ডিউটি করতে গিয়ে মারাত্মক ভাবে আহত হন দেবজিৎ চ্যাটার্জি। তাঁকে মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

 

Comments are closed.