২ মে পদ্মফুলকে চোখে সরষে ফুল দেখানোর চ্যালেঞ্জ অভিষেকের

চন্দননগরের সভা থেকে সোমবার বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জি। তাঁর challenge, ২ মে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে।
জনসভা থেকে ফের একবার তৃণমূল সাংসদ ঘোষণা করেন, প্রথম দু’দফায় বিজেপির হার নিশ্চিত। দলত্যাগীদের তাঁর কটাক্ষ, ২ মে’র পর বিশ্বাসঘাতকদের আর খুঁজে পাওয়া যাবে না।
সোমবার চন্দননগরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের সমর্থনে জনসভা করেন অভিষেক ব্যানার্জি।
১০ এপ্রিল চতুর্থ দফায় চন্দননগরে ভোট। তার আগে এদিন জনসভা থেকে বিজেপি নেতাদের তুলোধোনা করেন অভিষেক।
বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনঘন রাজ্য সফর প্রসঙ্গে অভিষেকের কটাক্ষ, এক মহিলার ভয়ে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন মোদী-অমিত শাহ।
এদিন বিরোধীদের আক্রমণের পাশাপাশি তাঁর অন্যান্য সভাগুলির মত তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান দেন তিনি। আরেকবার বলেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে ছাত্র যুবদের নিয়ে তৃণমূলের পরিকল্পনার কথা।

[আরও পড়ুন- কাপুরুষ এজেন্ট চাই না, দরকারে মেয়েরা বসবে, লড়ে নেবে, চুঁচুড়ার সভা থেকে বললেন মমতা]

এদিন চন্দননগর ছাড়াও বেশ কয়েকটি জায়গায় জনসভা ও রোড-শো করেন যুব তৃণমূল সভাপতি।
সোমবার হাওড়ার বালিতে জনসভা করেন। এছাড়াও এদিন বেহালা পূর্বে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন তিনি।

Comments are closed.