কাপুরুষ এজেন্ট চাই না, দরকারে মেয়েরা বসবে, লড়ে নেবে, চুঁচুড়ার সভা থেকে বললেন মমতা

ভয়ে যাঁরা পালিয়ে যায়, তাঁদের আমি কাপুরুষ বলি। বুথে বুথে কাপুরুষ এজেন্ট থাকার চেয়ে মহিলাদের রাখা ভালো। মেয়েরা লড়াই করবে। বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার চুঁচুড়ার জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, পুলিশ অত্যাচার হলেই ভিডিও করে তা ভাইরাল করে দিও।

এদিন মমতা ব্যানার্জির কথায়, বিজেপি কিছু বললেই যদি কেঁদে ভাসিয়ে দেন, তবে তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। এরপরেই তিনি বলেন, এই মানসিকতা রাখতে হবে, আমি এজেন্ট হলে আমাকে বুথে বসতেই হবে। মেরে নাক-মুখ ফাটিয়ে দিলেও উঠব না। নন্দীগ্রামে ভোটের প্রসঙ্গ টেনেই তিনি বলেন, ওখানে অনেক অত্যাচার হয়েছে, তাই আমি ওখানে বসে ছিলাম।

এর আগেও বহিরাগতদের তাড়াতে খুন্তি হাতা নিয়ে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মমতা। এদিন ফের চুঁচুড়ার জনসভা থেকে মমতা বলেন, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করলে মেয়েরা জোট বাঁধুন। ভয় পাবেন না।

Comments are closed.